একটা বিস্তীর্ণ আকাশ ,কোথায় যেন দূর দিগন্তের গাঢ় নিকশ কালো গাছগাছালির আড়ালে মিলিত হওয়ার অভিপ্রায়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে। সুন্দর এই আকাশ, নীল কোনো আত্মভোলা ফুলের মতই বিদ্যমান। আর আমি সেই ফুলের এক অলি, যে সেই ফুলের অতল তলের মধ্যে থাকা গাঢ় অমৃত সুধা পান করছি আজকের এই বিকালে। সবুজে ঢাকা মাঠের মধ্যে কোনো কোনো জমি দ্বীপের মত জেগে আছে, যেখানে এখনও ধান বোনা হয়নি। এরই মাঝে পুকুরের গাছগুলো তাকে বেষ্টন করে আছে দাড়োয়ানের মতো। যেন মানা আছে তাদের সেই র্দূভেদ্য অদৃশ্য প্রাচীর ভেদ করে একটু জলের আস্বাদ পেতে।
শিল্পীর কালির দোয়াত গড়িয়ে পরে নীল গগনে এক চিত্রপট তৈরি করেছে, যা আত্মগ্ৰাহ্য হয়েছে আমার। "কোন সে তুলি? " যা দিয়ে শিল্পীর হাতে গড়া এই পটে বিচ্ছিন্ন কয়েকটা মেঘ ভাগাভাগি করে বর্ষার বার্তা নিয়ে আসে। পশ্চিমদিকের অস্তমিত সূর্যের আলো যখন দূর পূর্বদিকে ছড়িয়ে পড়ে, দেখে মনে হয় সেই আলো মেখে মেঘগুলো প্রান ফিরে পেয়েছে।
'কি নিগূঢ় প্রেম তোমার প্রকৃতি , কি নেশা ছড়িয়ে দাও তুমি। 'সব কিছু ছেড়ে ফিরে যেতে চাই তোমার কাছে। তোমার হাতের একটু স্পর্শ নিতে। তোমার নিশ্বাসের আভাস পেতে।
শত দিন যাক, শত বছর যাক থেকো যেন এভাবেই। হয়ত বা কখনো ফিরে যাবো তোমার ভালোবাসার একটুকু গন্ধ নিতে। এভাবেই আমার বিষন্ন ক্লান্ত মনকে আনন্দ দিতে থেকো। যতদিন আমি আছি আর তুমি আছো। প্রকৃতি!!
অসাধারণ হয়েছে বন্ধু!!
ReplyDeleteএভাবেই তোমার নিরুপম কাজের মধ্য দিয়ে আমাদের মন ভরিয়ে রেখো...
ভালো থেকো।
বাহ বেশ সুন্দর ...এভাবেই চালিয়ে যাও
ReplyDelete