Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts
বাংলার গান
আমি লিখছি না কোনো কবিতা,
কোনো লায়লা কিংবা,
শকুন্তলার আর্তনাদ।
না কোনো মহাভারত।
আমি লিখছি তোমার আমার গান।
লিখছি, সাঁওতালি ঝুমুর আর
একতারার প্রতিদান।
বিনয়ী-সিধে মেষপালকের পায়চারি,
আমার বাংলার আঙিনায়,
তারই দু-চার কথার অভিধান।
আমি লিখছি না কোনো সমাবেশ
কোনো মিছিল, খুনোখুনি।
কিংবা কোনো ঘুমিয়ে থাকা,
জাতির বাউল।
না কোনো মহাজন,
না কোনো শাসকের কথা।
আমি লিখছি বহুতলের ধারে ঝুপড়ির কথা।
রসিক বাঙালির ছোঁয়াচে আড্ডার,
আদুরে টেবিলের ঘনঘটা।
লিখছি, পূজোর ঢাকের আনন্দ,
আর ঈদের চাঁদে উপবাসের সমাপ্তি।
লিখছি ,আত্মা আর সাহিত্যর মিলন,
সাহস আর নম্রতার স্পন্দন।
লিখছি তোমার আমার গান।
বিস্বাদ
আজ বৃষ্টি বেলার অন্তিম সুরে,
চিন্তিত আমি একা।
হাজার তারার উজান বই এ,
আজই বিস্বাদ প্রতিবেলা।
ক্রোধের স্বরে চোখ ভিজে যায়,
ভেসে যায় ভালোবাসা।
এ কোন সুভাসে সজ্জিত আমি?
আসলে কোনো কুন্ঠিত পৃথিবীর ভাষা।
তোমায় ঘিরে কত আশা,
কত শত্রুর সাথে দেখা।
একটু থেমে লিখে নিলে তবে,
শেষ হয়ে যেত পাতা।
ঋতুর পর ঋতু, বছর পার হয়ে যায়,
শেষ হয়ে যায় শিখা।
নেভানো আলোর পাশে দাঁড়িয়ে,
শুধু নিভে যায় আমি একা।
আজ এই বৃষ্টি বেলার অন্তিম সুরে,
চিন্তিত আমি একা।
হাজার তারার উজান বই-এ,
আজ বিস্বাদ প্রতি বেলা।।
'বির্সজন'
'আমি আমিত্বের স্বার্থেই যত বির্সজন দিই,
স্বার্থপরের কাতারে রেখেছে আমাকে!! '
'সিগারেটের ধোঁয়ায় যুবকের আশিয়ানা,
আর নিশ্চিন্ত আয়াসের রঙিন মধ্যবিত্তর স্বপ্ন,
কর্তব্যশীলতার জাল বুনতে বুনতে নিরিহ মাছির
কোলাহলে তুমি আবদ্ধ হয়ে যাবেই যাবে
এই পৃথিবীতে। '
'বুকভরে বাচাঁর আকাঙ্খা শীতল মহাশূন্যের মতো।
যেটাকে দূর থেকে দেখে দারুণ লাগে,
কিন্তু কাছের জন্য স্নিগ্ধ, শান্ত, পবিত্র
ব্যক্তিত্বের আবহ লাগে, যা তোমার
ড্রিম লাইটের আলোর মতই ক্ষীণ । '
' তবুও চেনা যায়, তুমি অযান্ত্রিক নিষ্ঠুর নও। '
মানুষের ভাবাবেগের দ্বারে দাঁড়িয়ে, তুমি কখনই
যান্ত্রিক হয়ে যাবে না, আমি জানি।
কিন্তু কি জান, মানুষের ভীড়ে দাঁড়িয়ে,
হঠাৎ হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যাওয়া আমায়,
ওই কালো পিচের বিছানাটা থেকে,
সুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজও
কেউ উঠাইনি।
আর কেউ উঠাইনি বলেই, তুমি আমায় আজ
Subscribe to:
Posts (Atom)