'বির্সজন'

        'আমি আমিত্বের স্বার্থেই যত বির্সজন দিই, 
         স্বার্থপরের কাতারে রেখেছে আমাকে!! '

        'সিগারেটের ধোঁয়ায় যুবকের আশিয়ানা, 
     আর নিশ্চিন্ত আয়াসের রঙিন মধ্যবিত্তর স্বপ্ন, 
    কর্তব্যশীলতার জাল বুনতে বুনতে নিরিহ মাছির
       কোলাহলে তুমি আবদ্ধ হয়ে যাবেই যাবে
                                          এই পৃথিবীতে। '
'বুকভরে বাচাঁর আকাঙ্খা শীতল মহাশূন্যের মতো।
         যেটাকে দূর থেকে দেখে দারুণ লাগে, 
          কিন্তু কাছের জন্য স্নিগ্ধ, শান্ত, পবিত্র
          ব্যক্তিত্বের আবহ লাগে, যা তোমার
           ড্রিম লাইটের আলোর  মতই ক্ষীণ । '

      ' তবুও চেনা যায়, তুমি অযান্ত্রিক নিষ্ঠুর নও। '
   মানুষের ভাবাবেগের দ্বারে দাঁড়িয়ে, তুমি কখনই
             যান্ত্রিক হয়ে যাবে না, আমি জানি। 
          কিন্তু কি জান, মানুষের ভীড়ে দাঁড়িয়ে, 
     হঠাৎ হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যাওয়া আমায়, 
           ওই কালো পিচের বিছানাটা থেকে, 
        সুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজও
                      কেউ উঠাইনি। 
   আর কেউ উঠাইনি বলেই, তুমি আমায় আজ
         স্বার্থপরের দলে দেখার ক্ষমতা রাখো। 


No comments:

Post a Comment