নিবেদন

'সকালের বাতাসে, সূর্যের আলতো হাতের স্পর্শ পৃথিবীর নরম ঘাসের উপর পড়লে  পৃথিবী যে রকম মত্ত হয়ে ওঠে, যে রকম শুদ্ধ বাতাস হাজার হাজার মাইল বয়ে গিয়ে মেস্কের শুদ্ধতা আর জীবন্ত প্রাণের স্পন্দন ছড়িয়ে দেয়, তার থেকেও বেশি সুগন্ধি আর শুদ্ধতা ছিল তোমার নিশ্বাসের মধ্যে। '
কি আশ্চর্য হাতে গড়া ছিল সেই গলার আওয়াজ, আমার মত হাজার হাজার আবেগী হৃদয়কে শিহরিত করে চলে যায় তোমার প্রতিটি  শব্দের আঘাত। শরৎ এর কোনো সন্ধ্যায় চন্দ্রিমার আধোঁ উঁকি মারার দৃশ্য যেমন লাগে, তার থেকেও বেশি শানিত ঔজ্জ্বল্যের দৃপ্ত ছড়ায় তোমার চেহারা। আমার মত লক্ষ লক্ষ সাধারণের মনকে ক্রয় করে নিয়েছে তোমার সুরার নেশা।  দুটি পাহাড়ের মাঝে অস্তাচলগামী সূর্যের আলোর থেকেও বেশি গভীর, স্নিগ্ধ, শান্ত লাগে তোমার চাহনি । 
সেই চাহনি টা এমনই যে আমার হৃদয়ের  শিরা-উপশিরাকে আলোড়িত করে, তারা হুংকার ছেড়ে বিদ্রোহ করে। '






1 comment: